ভোলায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। ভোলা সদর উপজেলার মহাজন পট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
এ ছাড়া বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ ভোলা জেলা বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, ‘আজ অবৈধ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে আটকে রাখা হয়েছে। অথচ, হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ লোপাট করে নিচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো আইন নেই, তাদের কোনো বিচার নেই। অথচ, ষড়যন্ত্রমূলক বিচার ব্যবস্থা রয়েছে বিএনপি, তথা জিয়া পরিবারের বিরুদ্ধে।’
বিলকিস জাহান শিরিন আরও বলেন, ‘আজ সময় এসেছে, যুদ্ধ শুরু হয়েছে মানুষের বাক ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে।’ এ সময় দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, সমাবেশ শেষে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ বিএনপির নেতা-কর্মীদের। পুলিশি বাধার মুখে শেষ পর্যন্ত আর বিক্ষোভ করতে পারেননি বলে জানিয়েছেন তাঁরা। ওই সময় বিপুল পুলিশ জেলা বিএনপির কার্যালয়টি ঘিরে রাখে।