ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর তথ্য ভিত্তিহীন : ভারতীয় হাইকমিশন
ভারতে ভ্রমণ ভিসায় ঘুরে আসার মেয়াদ তিন মাস পূর্ণ না হলে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। অনেকে অভিযোগ করেন—কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন নির্দেশনার পর বেনাপোল থেকে শত শত ভারতগামী বাংলাদেশি ফেরত যাচ্ছেন।
তবে, এমন অভিযোগ অস্বীকার করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে, মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।
ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।’
‘বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’