ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদারীপুরে ১১টি ঘর ভস্মীভূত
মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার আগে উপজেলার উত্তর বহেরাতলা গ্রামের যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।
আজ সন্ধ্যার আগে উপজেলার উত্তর বহেরাতলা গ্রামের যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে জলিল শিকদারের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। নিমেশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আনোয়ার শিকদারের নগদ ছয় লাখ টাকা, দুটি বসতঘরসহ তিনটি ঘর, রব শিকদারের বসতঘরসহ দুটি ঘর, জলিল শিকদারের বসতঘরসহ দুটি ঘর, মিন্টু শিকদারের বসতঘরসহ দুটি ঘর, সুজাত শিকদারের বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১১টি ঘর, দামি মালামাল, কবুতর, হাঁস-মুরগি পুড়ে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।
শিবচর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কী পরিমাণ ক্ষক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।