ভয় দেখানো অস্ত্রসহ যুবলীগকর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী যুবলীগকর্মী সুমন খলিফাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জনি হাজামের বাড়ি পৌর এলাকার কোলগয়লা মহল্লায়। গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে সংঘর্ষ চলাকালে ব্যবহ্নত পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান, বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের পর ভাইরাল হওয়া পিস্তলের ভিডিওর সঙ্গে উদ্ধারকৃত পিস্তলের মিল রয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো এবং ত্রাস সৃষ্টির জন্য পিস্তলটি প্রদর্শন করা হয়েছিল বলে আটককৃত যুবলীগকর্মী জনি হাজাম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশকে কেন্দ্র করে শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে যুবলীগকর্মী জনি হাজামকে পিস্তল প্রদর্শন করতে দেখা যায়।