মগবাজারে ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের ছাত্রের মৃত্যু
রাজধানীর মগবাজারে আজ শনিবার ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মেসবাহ উদ্দিন (২৫) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর গ্রামের ওয়াদুদ হোসেনের ছেলে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন জানান, মেসবাহ ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় থাকতেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
তদন্তের পরে এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে উল্লেখ করে ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রসঙ্গত, কর্তৃপক্ষের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং অবহেলার কারণে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনা দেশে একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে।
গত বছরের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ায় এক ট্রেন দুর্ঘটনার কমপক্ষে ১৬ জন মারা যান এবং শতাধিক আহত হন।