মঠবাড়িয়ার লোকালয় থেকে দুই হরিণ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে দুটি হরিণ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার হরিণ দুটি উপজেলার লোকালয় থেকে উদ্ধার করা হয়।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মাঠে একটি হরিণ দেখতে পায় এলাকাবাসী। পরে একটিকে ধাওয়া করে গ্রামের মিলন ফরাজির বাড়ি সংলগ্ন স্থান থেকে স্থানীয়রা আটক করে। অন্যদিকে, উপজেলার বেতমোড় ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে অপর হরিণটি দেখতে পায় স্থানীয়রা। পরে সেটিকেও ধাওয়া করে ওই গ্রামের জেলে শহিদুল ইসলামের বাড়ির সামনে থেকে ধরে তা সুন্দরবনের বগি ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেছেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের অতিরিক্ত প্রভাবে জলোচ্ছ্বাসে হরিণ দুটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হবে।’
বগি ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মো. হাবিবুর রহমান হরিণ দুটি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘স্থানীয়দের সহায়তায় হরিণ দুটি উদ্ধার করা হয়েছে।’
হরিণ দুটি উদ্ধার করে তা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল। তিনি বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে সুন্দরবনের পূর্ব বনবিভাগের কাছে হস্তান্তর করেছি। তারা হরিণ দুটিকে নিয়ে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করে দেওয়ার কথা জানিয়েছে।’