মনের অন্ধকার দূর করতে শিক্ষার প্রয়োজন : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মনের অন্ধকার দূর করতে হলে প্রয়োজন শিক্ষা। নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন শিক্ষা। চলনবিলের কোনো সন্তান যাতে অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে ১২ দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবের অষ্টম দিনে চলনবিলের কৃতি ও গুনী মানুষদের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এদিন ২৬টি ক্যাটাগরিতে মোট এক হাজার ৬৪৫ জনকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে দেওয়া হয় সিংড়ারত্ন খেতাব।
এ ছাড়া আউটসোর্সিংয়ের সঙ্গে জড়িত প্রতিবন্ধীসহ ২০ জনকে ল্যাপটপ দেওয়া হয়।
আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘একত্রিত হয়ে উদ্ভাবনী জ্ঞানভিত্তিক জাতি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০৪১ সালের মধ্যে গড়ে তোলা হবে স্মার্ট বাংলাদেশ।’
অনুষ্ঠানে সিংড়ারত্ন বিচারপতি ফাহমিদা কাদের বলেন, ‘জ্ঞান ভিত্তিক, মেধা ভিত্তিক সমাজ পারে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।’
শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা এ ধরনের আয়োজনের প্রশংসা করে এলাকার উন্নয়নসহ চলনবিল অঞ্চলের মানুষের যেকোনো প্রয়োজনে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজি আতিকুল ইসলাম, কৌতুক অভিনেতা আবু হেনা রনি প্রমুখ উপস্থিত ছিলেন।