ময়মনসিংহে ঘরমুখো যাত্রীদের সেবায় র্যাবের সাপোর্ট সেন্টার
ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও সেবায় ময়মনসিংহ শহর ও ঢাকা বাইপাস মোড়ে শিকারীকান্দায় র্যাবের সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ময়মনসিংহের র্যাব-১৪ অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন।
জনবহুল স্থান হিসেবে শিকারীকান্দা ঢাকা বাইপাসে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই প্রতিরোধে ২৪ ঘণ্টা কাজ করবে র্যাব সদস্যরা। এ ছাড়া প্রধানত, অসুস্থ হয়ে পড়া যাত্রীদের জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, রোজাদারসহ তৃষ্ণার্ত বয়স্ক নারী-পুরুষ-শিশুদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও হয়রানি প্রতিরোধে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। ঘড়মুখো যাত্রীরা যাতে কোনো সমস্যায় না পরে সেজন্য র্যাব সজাগ রয়েছে। কোনো যান বিকল বা ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক র্যাবের কারিগরি দল মেরামত করতে পারবে বলেও জানান র্যাবের অধিনায়ক।
পরে মহিবুল ইসলাম খান স্থানটি পরিদর্শন ও যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এসময় র্যাব-১৪, মিডিয়া ও অপারেশন সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।