ময়মনসিংহে সাফজয়ী নারী ফুটবলারদের বরণ
সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি বিজয়ী ময়মনসিংহের আট নারী ফুটবলারদের দুই দিনব্যাপী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ আসার পথে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদরের সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে তাঁদের বরণ করা হয়।
বরণ করার পর ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ ময়মনসিংহ শহরে প্রবেশ করেন কলসিন্দুর কন্যারা। ময়মনসিংহের আট নারী ফুটবলার হলেন- সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র।
জানা যায়, দুপুরের পর জয়নুল আবদীন পার্কের বৈশাখী মঞ্চে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়শনের উদ্যোগে আট নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে।
এ সময় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুলসহ ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।