মসলিন কাপড়ের সুতা তৈরি প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব
বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিন তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হ্যান্ড স্পিনিং কার্যক্রম প্রকল্প পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সহিদুল্লাহ।
গতকাল সোমবার দুপুরে তিনি প্রকল্পটি পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত সচিব চরকার সাহায্যে মসলিন সুতা তৈরির সঠিক মাপ, সঠিক ওজন এবং মানের খোঁজখবর নেন।
উল্লেখ্য, প্রায় আড়াই মাস আগে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন তাঁত বোর্ড কুমিল্লার চান্দিনায় মাধাইয়া ইউনিয়নের সোনাপুর গ্রামে এ প্রকল্পটি প্রতিষ্ঠার পর চালু করে। ৩৫ জন নারী শ্রমিক দিয়ে চরকার সাহায্যে মসলিন কাপড়ের সুতা তৈরি করা হচ্ছে এ প্রকল্পে।
এ সময় অতিরিক্ত সচিবের সঙ্গে প্রকল্প পরিদর্শন করেন যুগ্ম সচিব মো. রেজাউল করিম, উপসচিব মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, সহকারী কমিশনার রুবাইয়া খানম, ইউপি চেয়ারম্যান অহিদুল্লাহ প্রমুখ।