মসিকের উদ্যোগে নগরীতে মাস্ক বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের টাউন হল মোড়ে মাস্ক বিতরণ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ কার্যক্রম উদ্বোধনকালে মেয়র বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ সারা বিশ্বের মতো বাংলাদেশকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রতিনিয়ত করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই নিয়মিত এবং সঠিক নিয়মে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই।’
এ সময় মসিক মেয়র নগরবাসীর হাতে মাস্ক তুলে দেন।
মেয়র আরও বলেন, ‘করোনার প্রথম ঢেউ মোকাবিলায় এরই মধ্যে আমরা কয়েক লাখ মাস্ক বিতরণ করেছি। আজ এই ক্যাম্পেইনের মাধ্যমে ৩০ হাজার মাস্ক বিতরণ করা হবে। নিজের ও পরিবার এবং সামাজিক সুস্থতার স্বার্থে আমাদের সবার মাস্ক পরা জরুরি।’
এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও জোড় দিয়েছেন।
টাউনহল মোড়ে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ওয়ার্ডেও মাস্ক বিতরণ করা হয়। তখন সেখানে নিজ নিজ এলাকার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
শহরের ১১টি স্থানে এ মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এলাকাগুলো হলো চরপাড়া, গাঙ্গিনাপাড়, পাটগুদাম ব্রিজ মোড়, শম্ভুগঞ্জ, মাসকান্দা বাজার, নতুন বাজার, রেল স্টেশন, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড ও বাকৃবি শেষমোড়।