মহাখালীতে শীতার্তদের মাঝে রিজভীর কম্বল বিতরণ
রাজধানীর মহাখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল বৃহস্পতিবার রাতে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানেউপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মিয়া, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদ আউয়াল, শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. জামশেদ আলী, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, আল-আরাফাত সুজন, আব্দুল হান্নান ফরহাদ, সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিয়াজ হোসেন, ছাত্রনেতা শামীম চৌধুরী বিশালসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রাবাসের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সাগরসহ হল শাখার নেতাকর্মীরা।