মহাখালী ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন
রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টা ১২ মিনিটে এ ঘটনাটি ঘটে।
রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান বলেন, ‘আগুনের ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়। তারপর ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। তবে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।’