মহান মে দিবসে এবি পার্টির শ্রমিক সমাবেশ
মহান মে দিবস উপলক্ষে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসারের সঞ্চালনায় ও বিশিষ্ট শ্রমিক নেত্রী আজিজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান কচি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মোল্লা, দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, সহকারী সদস্য সচিব আব্দুল মান্নান, পল্টন থানা আহ্বায়ক মুন্সি আব্দুল কাদের, সদস্য আব্দুল ওয়াদুদ মোল্লা রনি, যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসেন, যাত্রাবাড়ী থানার সংগঠক সিএম আরিফ প্রমুখ।