মহাসড়কে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে আজও ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কটির বেশ কয়েকটি স্থানে রয়েছে যানজট। এ ছাড়া ঢাকা-বগুড়া মহাসড়কেও ধীরগতিতে চলছে যানবাহন।
স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল না করায় ঘরমুখী মানুষদের ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে মহাসড়কে। আজ রোববার ভোর থেকে মহাসড়কজুড়ে এই চিত্র দেখা যায়। এর আগে রাতভর তীব্র যানজটে স্থবির হয়ে ছিল মহাসড়কটি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকি জানান, আজ রোববার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যানজট কিছুটা হালকা হলে ধীরগতিতে চলতে শুরু করেছে যানবাহন। মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর, পাঁচলিয়া বাজার, নলকা ব্রিজ, কাশেম মোড়, ঝাঐল ওভারব্রিজ, কড্ডা ও মুলিবাড়ী এলাকায় বিচ্ছিন্ন যানজট রয়েছে। এই মহাসড়কটির যানজট ও ধীরগতির ফলে ঢাকা-বগুড়া মহাসড়কেও যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্পটে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। বেলা বাড়লে যানচলাচল স্বাভাবিক হবে।