মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা রিমান্ডে
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা দুই দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এর আগে গত ৬ নভেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। সেই রিমান্ড শেষ হলে আজ আসামিকে আদালতে হাজির করা হয়।
বিএনপির বরিশালের সমাবেশ শেষ করে গত রোববার (৬ নভেম্বর) লঞ্চে ঢাকায় ফেরেন সুলতানা আহমেদ। সকালে লঞ্চঘাট থেকে বাসায় আসার পথে টিকাটুলি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব তাকে আটক করে।
সুলতানা আহমেদের আটকের সংবাদ জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
নথি থেকে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা। সেখানে তিনি ‘উসকানিমূলক ও আপত্তিকর’ কথা বলেন। এছাড়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা অবনতিসহ স্বাধীনতা যুদ্ধ ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বক্তব্য দেন। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।