মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার ১৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ১৫ জনকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর জেলার সিংড়া থানার তেমুখ গ্রামের বাসিন্দা মো. জলিল চৌধুরী (৪১) এ তার ভাই মো. তহুরুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. রুবেল হোসেন (২৬), রফিকুল ইসলাম (৫৩), মো. উজ্জল চৌধুরী (৪০), মো. সোনা চৌধুরী (৩৮), মো. শাহাদাত হোসেন (২৭), মো. আলম আলী (৩৬), মো. রবিন হুড চৌধুরী (২৪), আব্দুর রশিদ (৩৯), মিঠুন চৌধুরী (৩২), একই থানার পার সিংড়া গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমান (৪১), মো. কাসেম আলী (৪৪), মো. রাশেদুল ইসলাম (২৩), মো. হাসেন আলী (৪৯)।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে ১৫ জন পুরুষ বাংলাদেশি নাগরিক অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারত যাচ্ছিলেন। এ সময় বাঘাডাঙ্গা বিওপির শূন্য লাইন কাঞ্চনপুর গ্রামে সশয় মাঠের কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানায়, এ বিষয়ে মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে।