মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড
কুড়িগ্রামের রাজারহাটে ছেলের দ্বিতীয় বিয়েতে সম্মতি না থাকায় মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মন্তাজুল আলম (৩৬)। তিনি রাজারহাট উপজেলার উমরপান্থাবাড়ি গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, মন্তাজুল আলমের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এতে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ২০২০ সালের ২০ মার্চ দুপুরে মন্তাজুল দ্বিতীয় বিয়ের জন্য তাঁর মা মেহেরজান বেগম মিনুকে (৫৮) চাপ দেন। কিন্তু তিনি তাতে অসম্মতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তাঁর মাকে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা মন্তাজুলকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় অভিযুক্তের বাবা সোলায়মান আলী বাদী হয়ে ছেলে মন্তাজুলকে আসামি করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ছিলেন আব্রাহাম লিংকন। আর আসামিপক্ষে লিগ্যাল এইড নিযুক্ত অ্যাডভোকেট এরশাদুল হক শাহিন।