মাগুরায় আধিপত্যকে কেন্দ্র করে নিহত ১, আহত ১২
মাগুরা জেলার শ্রীপুরের হোগলডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশেদ মোল্ল্যা (৫৫) নামের এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বর্তমান মেম্বার সাজ্জাদ ও সাবেক মেম্বার হান্নানের মাঝে বিরোধ চলে আসছিল। নির্বাচন পরবর্তী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত না হওয়ায় বর্তমান মেম্বার সাজ্জাদ প্রতিপক্ষ হান্নানের সাথে মিলে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাশেদ মোল্ল্যা কাজলী বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা হান্নান মোল্ল্যার বাড়ির সামনে পৌছালে সাজ্জাদ মেম্বারসহ হান্নান ও তার সমর্থকরা প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম টুটুলের ভাই রাশেদকে কুপিয়ে হত্যা করে। এ সংবাদ পেয়ে রাশেদ মোল্লাকে উদ্ধার করতে গেলে হাসান মোল্ল্যা, এনামুল মোল্ল্যা, আপাম মোল্ল্যা, উকিল মোল্ল্যা, টোকনসহ ১২ জনকে কুপিয়ে আহত করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় রাশেদ মোল্ল্যা নামের একজন নিহত ও বেশ কয়েকজন আহতের সংবাদ পেয়েছি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।