মাগুরায় এক হাজার কৃষ্ণচূড়ার চারা রোপণ
মাগুরায় ছয় কিলোমিটার গ্রামীণ সড়কের দুই পাশে এক হাজার কৃষ্ণচূড়া চারা রোপণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। গণিত বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি মুখ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামে এ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়।
হাসি মুখ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের দলনেতা আকাশ রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ উদ্বোধন করেন রাঘবদাইড় ইউনিয়নের কৃষক লীগের সহসভাপতি আইয়ুব মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য আবিদ ফয়সাল, আজাদ হোসেন, বাবুল আক্তার, রিয়াজুল ইসলাম প্রমুখ।
উদ্যোক্তারা সদর উপজেলার কাটাখালি গ্রাম থেকে ইছাখাদা যাওয়ার সড়কের প্রায় ছয় কিলোমিটার সড়কের দুইপাশে এ কৃষ্ণচূড়ার চারা রোপন শুরু করেছে।