মাগুরায় সময় ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ জনকে কম্বল, চশমা ও ওষুধ বিতরণ
মাগুরায় শীতার্ত এবং দরিদ্র অসহায় পাঁচশ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সময় ফাউন্ডেশন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে একশ চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে এ আয়োজন করে ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন সময় ফাউন্ডেশন।
মাগুরা শহরের শেখ কামাল মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ এবং চক্ষু শিবিরে সময় ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
জেলার বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় পাঁচশ নারী-পুরুষের মধ্যে কম্বল এবং চক্ষু রোগীদের চমশা ও ওষুধ বিতরণ করায় সময় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্যও সময় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন ও পরিচালক রেজওয়ান শাহনেওয়াজ সুজিত। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা শাহেদ হায়দার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ এস এম সাইফুল ইসলাম মাসুম, প্রচার সম্পাদক আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম পাপন প্রমুখ।