মাঘের শেষ দিন আজ, কমতে পারে দিনের তাপমাত্রা
মাঘের শেষ দিন আজ। আগামীকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তের প্রথম দিন। এরই মধ্যে ফাগুনের আগমনী বার্তা ছড়িয়েছে প্রকৃতিতে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে। কোথাও কোথাও হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
গতকাল রোববার (১২ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও এ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নদীর অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস।