মাদকসহ গ্রেপ্তারের পরদিন মারা গেলেন আসামি
রাজধানীর রমনা এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার সিদ্দিক আহাম্মেদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশের করা মামলায় গতকাল বুধবার তাঁকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাঁর পেটে ব্যথা শুরু হয়। এরপর সেখান থেকে ঢামেকে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সিদ্দিকের মৃত্যু হয়। এসময় তিনি ডিবি পুলিশের হেফাজতে ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিবি মতিঝিল বিভাগের উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান। তিনি জানান, চিকিৎসকেরা রাত ৮টা ২২ মিনিটে সিদ্দিককে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই এরশাদ হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে সিদ্দিক বলেছিলেন, সিদ্দিকের বাড়ি কক্সবাজারের টেকনাফে। সেখান থেকে ইয়াবা নিয়ে তিনি ঢাকায় একজনের কাছে পৌঁছে দিতে এসেছিলেন। তবে, সিদ্দিক কার কাছে ইয়াবা দিতে এসেছিলেন, জিজ্ঞাসাবাদে সে বিষয়ে মুখ খোলেননি। পরে আদালতে পাঠানো হলে তিনি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পররিদর্শক) বাচ্চু মিয়া জানান, সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শুনেছি, সিদ্দিকের পরিবারের লোকজন ঢাকায় এসেছেন।
বাচ্চু আরও জানান, হাসপাতালের নথি অনুযায়ী সিদ্দিকের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। তাঁর বয়স ৬২ বছর। বাবার নাম কালা মিয়া।