মাদকের মামলায় দুই নারীর যাবজ্জীবন
মাদকের মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রাশিদা বেগম ও মোছা. মোসুমী আক্তার। তারা দুজনেই শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর সিধলকুড়া গ্রামের বাসিন্দা। রাজধানীর শনির আখড়া এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান বলেন, ‘রায়ে আদালত বলেছেন—আসামিরা সর্বোচ্চ সাজা পাওয়ার মতো অপরাধ করেছে, কিন্তু নারী ও তাদের অতীত জীবনে মাদক মামলা না থাকায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।’
রায়ের পর মৌসুমীকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি রাশিদা বেগম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।