মাদক মামলার আসামি চার শর্তে থাকবেন বাড়িতে
মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইমাম হোসেন কারাগার নয়, থাকবেন বাড়িতে। চারটি শর্তে তিনি আদালতের এই সুবিধা লাভ করবেন।
আজ সোমবার সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার এ আদেশ দেন। এ সময় আসামি ইমাম হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন সদর সাতক্ষীরা উপজেলার ভাদড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
২০১৮ সালে এক কেজি গাঁজাসহ ইমাম হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ মামলায় তিনি দীর্ঘদিন জেলে আটক ছিলেন। পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিচারে ইমাম হোসেনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছয় মাসের কারাদণ্ড দেন। তবে চারটি শর্তে তিনি কারাগারে না থেকে বাড়িতে থাকতে পারবেন বলে আদালতের নির্দেশনায় বলা হয়।
শর্তগুলোর মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে ১০টি করে গাছের চারা রোপণ, এলাকায় মাদকবিরোধী প্রচার অভিযান চালানো, বাবা মায়ের সেবা করা এবং আর মাদক গ্রহণ না করা। প্রবেশন আইনের মাধ্যমে এই বিষয়টি ছয় মাস পর নিষ্পত্তি করা হবে।
এ মামলার আইনজীবী মো. সাইফুল্লাহ বলেন, আদালত মাদক মামলার রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে চারটি শর্তে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন।
অপরদিকে, সাজাপ্রাপ্ত আসামি ইমাম হোসেন জানান, তিনি এই রায়ে অত্যন্ত খুশি। তিনি মাদকবিরোধী প্রচারণাসহ সব কাজ শর্ত অনুযায়ী করে আদালতকে জানাবেন।