মাদক মামলায় কারাদণ্ডের পরিবর্তে আসামিদের ব্যতিক্রমী সাজা
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ আসামিকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি আজাদ রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক পাঁচ আসামিকে আগামী ছয় মাস সপ্তাহে একদিন ঢাকা দক্ষিণ বা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে স্বেচ্ছাসেবার পাশাপাশি আরও চারটি শর্ত মানতে হবে।
আজাদ রহমান আরও জানান, আজ রাজধানীর পাঁচ থানার মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিলো। এ সময় আসামিরা দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত আসামিদের প্রচলিত সাজার পরিবর্তে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে এক বছরের জন্য প্রবেশন মঞ্জুর করেন। এই শর্ত না মানলে আসামিদের সাজা ভোগ করতে হবে বলে আদেশে জানিয়েছেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিকুল ইসলাম, রুবেল, হাসান, ওমর ফারুখ এবং মো. শাহাবুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, প্রবেশনকালের শর্তগুলো হলো- প্রবেশনকালে আসামিরা কোনো অপরাধের সঙ্গে জড়িত হবেন না বা একই অপরাধ আর করবেন না, ধর্মীয় আচরণবিধি ও অনুশাসন মেনে চলবেন, অসৎ মানুষের সঙ্গ ত্যাগ করবেন ও মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকবেন এবং আগামী ছয় মাস সপ্তাহে একদিন ঢাকা দক্ষিণ/উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ তাদের ছয় মাসে ২৪ দিন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতে হবে।