মাদারগঞ্জ ও হোমনা উপজেলা যুবলীগের আংশিক কমিটি বিলুপ্ত
জামালপুরের মাদারগঞ্জ ও কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বহাল রেখে অন্য সব পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সব সদস্যের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে জীবন বৃত্তান্তসহ খসড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় চেয়ারম্যান বরাবর পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত বছরের ২৮ নভেম্বর সম্মেলনের মাধ্যমে ফরিদুল ইসলামকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। এই বছরের ৭ মার্চ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছিল।
এদিকে শনিবার সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শক্রমে হোমনা উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সব সদস্যের পদ বাতিল করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে জীবন বৃত্তান্তসহ খসড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যুবলীগের চেয়ারম্যানের কাছে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।
গত বছরের ২২ ডিসেম্বর হোমনা হাইস্কুল মাঠে সম্মেলনের মাধ্যমে খন্দকার নজরুল ইসলামকে সভাপতি ও কায়সার আহম্মেদ ব্যাপারীকে সাধারণ সম্পাদক করে হোমনা উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের ২৩ মে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছিল।