মাদারীপুরে ট্রলিচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত
মাদারীপুরের কালকিনিতে অবৈধ ট্রলির চাপায় বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিম (৭০) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সানমুন্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিমের বাড়ি পূয়ালী মাদারীপুর গ্রামে। তিনি কর্মজীবনে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সনমুন্দি নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্সি রেজাউল করিম নিহত হন। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরক্ষণেই ট্রলিচালক পালিয়ে যান। এখন পর্যন্ত ট্রলিটির চালক ও মালিকের পরিচয় জানা যায়নি।
বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিমের মৃত্যুতে কালকিনি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ গভীর শোক প্রকাশ করেছেন।
আবদুস সোবহান গোলাপ বলেন, ‘তাঁর (মুন্সি রেজাউল করিম) জানাজায় আমার উপস্থিত হওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে আসতে না পারায় আমি দুঃখিত। জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে আমরা মর্মাহত, শোকাহত। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, আমরা মুন্সি রেজাউল করিমের মরদেহ উদ্ধার করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।