মাদারীপুরে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার, ছেলে আটক
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের তিনদিন পর কানন তালুকদার (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃদ্ধার ছেলে হিরন্ময় তালুকদারকে (১৯) আটক করে পুলিশ।
নিহত ওই বৃদ্ধা নবগ্রাম এলাকার পশ্চিম শশীকর গ্রামের হরলাল তালুকদারের স্ত্রী।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার বৃদ্ধা কানন তালুকদার তাঁর নিজ বাড়ি থেকে হঠাৎ করে নিখোঁজ হন। এরপর উপজেলার ডাসার থানা পুলিশ খবর পেয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে কানন তালুকদারের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। নিহতের ছেলেকে আজ সন্ধ্যায় আটক করা হয়েছে।’