মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় চলন্ত মাহিন্দ্রা (থ্রি হুইলার) থেকে পড়ে গিয়ে ওই গাড়িটির চাকায় পিষ্ট হয়ে সিদ্দিক সরকার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে শিবচর পৌরসভার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক সরকার (৫০) ভোলা সদর উপজেলার চর শমাইয়া গ্রামের ওদুদ সরকারের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। এছাড়া অপর দুর্ঘটনায় নিহত কিশোরের নাম আসিফ ঘরামি (১৬)। সে একই গ্রামের ফারুক ঘরামির ছেলে।
জানা যায়, ভোলা থেকে ঢাকায় কাজে যাওয়ার উদ্দেশে কয়েকজন শ্রমিক মিলে একটি মাহিন্দ্রায় ঢাকার উদ্দেশে রওনা হন। আজ বিকেল ৪টার দিকে শিবচর পৌরসভার বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মাহিন্দ্রায় ঘুমন্ত অবস্থায় সিদ্দিক সরকার সড়কে ছিটকে পড়েন। এ সময় চলন্ত ওই মাহিন্দ্রার চাকায় পিষ্ট হন তিনি। তাৎক্ষণিক অন্য শ্রমিকেরা তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া মাঝেরকান্দি গ্রামে মোটরসাইকেলের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে আসিফ ঘরামি নামের এক কিশোর নিহত হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।