মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, বাসে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ
মাদারীপুর শহরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুমন শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার খাগদী এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।
নিহত সুমন শেখ মাদারীপুর ঘটমাঝির দেবরাজ এলাকার হায়দার শেখের ছেলে। তিনি ইজিবাইকের চালক ছিলেন। আহত ব্যক্তি হলেন ইজিবাইকের আরোহী সাজ্জাদ হোসেন। তিনি শহরের খাগছাড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহণের একটি বাস মাদারীপুর শহরের খাগদী নামক স্থানে পৌঁছালে পাশের রাস্তা থেকে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের চালক সুমন নিহত হন। এ ছাড়া আহত হন ইজিবাইকের আরোহী সাজ্জাত হোসেন। তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে সড়ক অবরোধ করে তারা। এ সময় রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রণে নেয়। এ সময় বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা অবরোধ শেষে বিক্ষুব্ধ জনতা সড়ক ছেড়ে দেয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘বাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ ব্যক্তিরা একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তা অবরোধ করে। এরপর ঘটনাস্থলে গিয়ে আমরা যান চলাচল স্বাভাবিক করি।’