মাদারীপুরে সালিশ বৈঠকে হামলা, আহত ১৫
মাদারীপুরে সালিশ বৈঠকে হামলায় ১৫ জন আহত হয়েছে। কৃষি জমির সীমানায় ঘাস রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই সালিশ ও পরে সেই সালিশে হামলার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটায় এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও হাসপাতালসূত্রে জানা গেছে, সদর উপজেলার সিকিনওহাটা গ্রামের আলাউদ্দিন ফকির (৪৫) সোমবার সকালে তার কৃষি জমির ঘাস ও আগাছা কেটে একই গ্রামের নুরুল ইসলাম শিকদারের (৪৬) জমির সীমানায় রাখেন। এই নিয়ে সোমবার সকালেই নুরুল ইসলাম শিকদার ওই কৃষি জমিতেই আলাউদ্দিন শিকদারকে হামলা করে গুরুতরভাবে আহত করেন। আহত অবস্থায় আলাউদ্দিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।
এই ঘটনার জেরে ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের মুরুব্বিদের নিয়ে আলাউদ্দিন ফকিরের চাচাতো ভাই হাবিব ফকিরের বাড়িতে এক সালিশ বৈঠক হয়। কিন্তু সালিশ বৈঠকের শেষ মুহূর্তে দুপক্ষ বাক-বিতণ্ডায় জড়ায়। পরে তা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে দুপক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়।
আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘পরিস্থিতি শুনেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করেছি। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’