মাদারীপুরে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
মাদারীপুরের রাজৈর উপজেলায় হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও সেইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের সেলিম মুন্সী ও একই এলাকার পাভেল শিকদার। তাঁরা পলাতক রয়েছেন।
মামলা বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘নিহত শাহেদ বেগ ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে লিবিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে নিহত হন। এর পরের দিন উপজেলার বাটিয়ারকান্দা গ্রামের খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকার পর আজ অভিযুক্ত দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।