মাদার অব ডেমোক্রেসি : খালেদা জিয়াকে বিএমএর সাবেক নেতাদের অভিনন্দন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ‘ডেমোক্রেসি হিরো’ পুরস্কারে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক নেতারা।
বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ. কে. এম আজিজুল হক এবং সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইচআরআইও) দুটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিয়েছেন। ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং মানবাধিকার সংরক্ষণে ‘ডেমোক্রেসি হিরো’ ক্যাটাগরিতে দেওয়া এই অ্যাওয়ার্ডে বিএমএর সাবেক নেতারা যৌথ বিবৃতিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে বিএমএর সাবেক নেতারা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে (বীরউত্তম) নৃশংস হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৯ বছরের আপোষহীন সংগ্রামের পর ১৯৯০ সালে বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। কিন্তু দেশবিরোধী ষড়যন্ত্রে ২০০৭ সালে গণতন্ত্র আবার ভূলুণ্ঠিত হয়। সে সময় থেকে আজ অবধি তিনি দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃরুদ্ধারে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন।’
নেতারা বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মিথ্যা, বানোয়াট মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সাল থেকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়। এরই মাঝে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সরকারের কাছে বারবার দাবি জানানোর পরও চিকিৎসার সুব্যবস্থা না করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
অ্যাওয়ার্ড পাওয়ায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমএ সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ. কে. এম আজিজুল হক, সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন,
অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ, অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, ডা. শহিদ হাসান, ডা. শহিদুল আলম, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. শামিমুর রহমান, ডা. রফিকুল হক বাবলু, ডা. ওয়াসিম হোসেন, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, ডা. মো. আব্দুল কুদ্দুস, ডা. জহিরুল ইসলাম শাকিল, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. সুমন নাজমুল হোসেন, ডা. এম এ সেলিম, অধ্যাপক ডা. আতিকুর রহমান, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. ইবরুল হাসান চৌধুরী মিতুল, ডা. মো. ওবায়দুল কবীর খান, ডা. শাখাওয়াত হোসেন জীবন, ডা. আমিরুজ্জামান খান লাভলু, ডা. মো. আব্দুল মুত্তালিব, ডা. শাহ্ মো. হাফিজুর রহমান মুজাহিদ, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. হাসান জাফর রিফাত, ডা. মোফাখ্খারুল ইসলাম, ডা. খায়রুল ইসলাম, ডা. মো. আবুল কেনান, ডা. সাইফ উদ্দিন নেছার আহমেদ তুষান, ডা. মজিবুল হক দোয়েল, ডা. এম এ কামাল, ডা. রেহান উদ্দিন খান ও ডা. সায়েফউল্লাহসহ বিএমএর শতাধিক সাবেক নেতৃবৃন্দ।