মাদ্রাসা থেকে বের হয়ে বাড়ি ফেরেনি রাফি
পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা কেরাতুল হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী গত চার দিন আগে বের হয়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো. রেজওয়ান আহম্মেদ রাফি (১৫) জেলার সদর উপজেলার পূর্ব শিকারপুর (মুসলিম পাড়া) এলাকার মো. কাবিল হাওলাদারের ছেলে।
রাফির বাবা কাবিল হাওলাদার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ২২ নভেম্বর ধুপপাশা কেরাতুল হাফেজিয়া মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন তার ছেলে রাফি ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। তবে সে বের হওয়ার পরে আজও বাড়িতে ফিরে আসেনি। অনেক জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। না পাওয়ায় তিনি পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ধুপপাশা কেরাতুল হাফেজিয়া মাদ্রাসার পরিচালক গোলাম মাওলা রসুল বলেন, ‘রাফি প্রায়ই এমন করে বাড়িতে যায়। ওইদিন সে আমার অনুপস্থিতে মাদ্রাসা থেকে বের হয়ে ছাত্র জিহাদের কাছে বলে বাড়িতে গেছে। তারপরের দিন রাফির বাবা মাদ্রাসায় খোঁজ নিলে আমি বলেছি যে, রাফি বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছে। তারপর শুনি সে নিখোঁজ।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী রাফির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কাজ করে যাচ্ছে।