মাধবপুরে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে আট গুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ফলাফলে দেখা যায়, বিএনপির হাবিবুর রহমান মানিক পেয়েছেন পাঁচ হাজার ৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী পংকজ কুমার সাহা নারকেলগাছ প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ১৫৬ ভোট। অপর বিদ্রোহী বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম জগ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪৯ ভোট।
আর নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের শ্রীধাম দাশ গুপ্ত ৬০৮ ভোট পেয়েছেন। ফলে নৌকার প্রার্থীর চেয়ে আট গুণের বেশি ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক।
এসব তথ্য জানিয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মোট কাস্টিং ভোটের আট ভাগের এক অংশের নিচে পেলে যেকোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
মাধবপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৯৯৭ সালে মাধবপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা। ভোটার ১৫ হাজার ৯৮৭ জন।