মানিকগঞ্জে বাসচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক ঘিওর উপজেলার কর্জনা বড়টিয়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫) এবং আরোহী একই গ্রামের রাজেন মিয়া (৪৫) । তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা শামীম আল মামুন জানান, বিকেলে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন শফিকুল ও রাজেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
খবর পেয়ে ওই চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনার পর বাসটিকে জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই ফাঁড়ি কর্মকর্তা।