মানিকগঞ্জে ভোক্তাদের ঠকানোর দায়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
পরিমাণে কম পেট্রল দিয়ে ভোক্তাদের ঠকানোর দায়ে মানিকগঞ্জের দুটি ফিলিং স্টেশনকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত পেট্রল পাম্প দুটিকে বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অর্থদণ্ড এবং সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন।
পাম্প দুটি হলো মানিকগঞ্জ জেলশহরের উচুটিয়া নারাঙ্গাই এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশন এবং হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশন।
আসাদুজ্জামান রুমেল বলেন, ‘পেট্রল পাম্পগুলিতে পরিমাণে কম দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে মর্মে আজ পাঁচটি পাম্পে অভিযান পরিচালনা করি। এর মধ্যে ধলেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রলে ৩৪৪ মিলিলিটার এবং মিলন ফিলিং স্টেশনে ১৬০ মিলিলিটার পেট্রল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। ভোক্তাদের ঠকানোর দায়ে ওই ফিলিং স্টেশন দুটির মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।’
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।