মানিকগঞ্জে লকডাউনেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি!
মানিকগঞ্জে করোনার বিস্তার ও সংক্রমণ রোধে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দ্বিতীয় দিনে জেলা শহরে লকডাউন তেমন একটা মানা হচ্ছে না। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত।
আজ সকালে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে ঢাকাগামী কিছু পরিবহণও চলতে দেখা গেছে। বেলা বাড়ার পর অবশ্য কোনো প্রকারের গণপরিবহণ চলতে দেখা যায়নি। তবে জরুরি পরিষেবার পরিবহণ চলতে দেখা গেছে।
জেলা শহর থেকে আশপাশের অঞ্চলে হ্যালোবাইক, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলছে। সেই সঙ্গে শহরে আসা লোকজনের মধ্যে মাস্ক ও অন্যান্য করোনাকালীন স্বাস্থ্যবিধি তেমন একটা মেনে চলতে দেখা যায়নি। তবে উপজেলার সড়কগুলোতে যাত্রী ও পরিবহণ খুব কম চলতে দেখা গেছে।
বড় শপিংমলগুলো ছাড়া জরুরি পরিষেবার দোকানগুলোর পাশাপাশি খাবার হোটেল, চায়ের দোকান, পান-সিগারেটের দোকান খোলা রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট এলাকায় জরুরি পরিষেবা ও লাশবাহী অ্যাম্বুলেন্স পারাপারে পর্যাপ্ত ফেরি নোঙর করে রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।