মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ বুধবার সকালে পৌর এলাকায় এবং দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার গাবতলী এলাকার নির্মাণ শ্রমিক আলম মিয়া (৪০) এবং একই এলাকার সিদ্দিক মিয়া (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ১৫ নির্মাণশ্রমিক ও একটি কংক্রিট মিকচার মেশিন নিয়ে পিকআপভ্যান কাজের স্থানে যাচ্ছিল। হিজুলী আম্বলা কোল্ড স্টোরেজের সামনে গেলে পিকআপটি উল্টে যায়। এতে কয়েকজন শ্রমিক মিকচার মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আহত শ্রমিকদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলম ও সিদ্দিক নামের দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্যদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম(ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘দৌলতপুর উপজেলা থেকে আসা মোটরসাইকেল আরোহী সড়কের পাশ ঘেঁষেই চালাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে আসা একটি বড় কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পড়ে যান। সঙ্গে সঙ্গে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আরোহী আজিজুর মারা যান। সেইসঙ্গে মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়।
এদিকে, নিহতের লাশ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে থানায় নিয়ে যায়। কাভার্ডভ্যানকে জব্দ বা এর চালককে আটক করা যায়নি।