মানুষের মনের ক্ষোভকে রাজপথে আনতে হবে : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কোনো অজুহাত থাকে না। কারণ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মতোই। তাই মানুষের মনের ক্ষোভকে বিস্ফোরণের মতো রাজপথে আনতে হবে।
পানির অভাবে কৃষকের আত্মহত্যার বিচারের দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে কৃষকদল আয়োজিত এক প্রতিবাদ সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কোনো অজুহাত থাকে না। কারণ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মতোই। সেই কারণেই বলছি আমাদের রোজা, পূজা, শীতের আগে, শীতের পরে, ঈদের আগে, ঈদের পরে এই ভাবনা ত্যাগ করতে হবে। প্রতি মুহূর্ত এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে মাঠে, প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা আরও বলেন, মন থেকে সব দুর্নীতির চিন্তা বাদ দিয়ে, দেশের স্বার্থের কথা বিবেচনা করে, দেশটা বদলে দিতে পারলে জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠা সার্থক হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ নিয়ে জনগণ একটা সুশাসন চায়। আর এই সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মূল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে, জাতীয় ঐকমত্যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করে। এগুলোর বিরুদ্ধে মামলা দেয়। কয়েকদিন পর সাফারি সার্টিফিকেট দেয়। আমি বলছি এটা (দুদক) একটা ভালো লন্ড্রি। এখানে আওয়ামী লীগের লোকেরা যাবে, পরিষ্কার একটা সার্টিফিকেট নিয়ে আসবে। আর বিরোধীদলের নেতাকর্মীদের হয়রানি করা হয়।
দুর্নীতি দমন কমিশন যদি তার কাজটা সঠিকভাবে করে, তাহলে দুর্নীতির রশি টেনে ধরা যায় বলে মন্তব্য করেন তিনি।