মানুষ এখন সরকার পরিবর্তন চায় : মান্না
সরকার মিথ্যা বলে জনগণের সঙ্গে ভাউতাবাজি করে ক্ষমতায় টিকে আছে—এমন মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ এই এখন সরকার পরিবর্তন চায়।
আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে মান্না এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষই গরিব, দুই কোটি শিক্ষিত যুবক বেকার, আড়াই কোটি মানুষ করোনায় গরিব হয়েছে। দেশের ২০টি ব্যাংকের কাছে একটি ডলারও নেই। এটি কোনো দেশ হলো?’
মান্না বলেন, ‘যারা ভিক্ষা করে চলে, তারাও বলেতে পারে আমি তো ১০০ টাকা কামাই করি, কিন্তু বাংলাদেশের কোনো কামাই নেই। বাংলাদেশে আছে শুধু চুরি, পাচার, ক্ষমতার দাপট, অহংকার, সব মানুষকে অবজ্ঞা করা। এই পুরো ব্যবস্থা বদলাতে জনগণ এখন সকার পরিবর্তন চায়।’
বিএনপির সমাবেশ নিয়ে মান্না বলেন, ‘সারা দেশের বিএনপির সামাবেশে মানুষ নানাভাবে ছুটে গেছে। ঢাকায়ও মানুষকে আটকে রাখা যাবে না।’
সামবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আমরা সরকারের পদত্যাগ চাই। কোনো রকমের ভুলভ্রান্তি চলবে না। জনগণ যদি চায়, তাহলে কারও শক্তি নেই অবৈধভাবে নির্বাচন করার।’
সরকারের সমালোচনা করে সাকি আরও বলেন, ‘বিদেশিরা এখন তাদের সঙ্গে নেই। এ কারণে এখন সরকারের পায়ের তলায় মাটি নেই। এখন তারা ভয়ে আছে, কখন ক্ষমতা ছাড়তে হয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম প্রমুখ।