মামলা থেকে অব্যাহতি পেলেন হিরো আলম
‘বাবু খাইছো’ গানটির শিরোনাম, কথা ও সুর চুরি এবং বিকৃত করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হিরো আলমকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) শামীম আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন হিরো আলমের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। চূড়ান্ত প্রতিবেদনে ‘সাক্ষ্য প্রমাণে সত্যতা খুঁজে না পাওয়ার বিষয়ে বলা হয়েছে।’
বেঞ্চ সহকারী আরও বলেন, আজ এ মামলায় শুনানির জন্য দিন ধার্য ছিল। বিচারক সেই প্রতিবেদন গ্রহণ করায় অব্যাহতি পান হিরো আলম।
এর আগে গত বছরের ৬ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে হিরো আলম ও আতাউর রহমানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ বিষয়ে হিরো আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি তো শুরু থেকেই উনাকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম। আজ প্রমাণিত হলো তখন আমিই সত্যি ছিলাম। আমি ষড়যন্ত্রের শিকার। আলোচনায় আসতেই উনি আমাকে ব্যবহার করেছেন।’
নথি থেকে জানা যায়, গত বছরের ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক ‘বাবু খাইছো?’। মুক্তির দুই মাসের মধ্যে নাটকটির ভিউ এক কোটি ছাড়িয়ে যায়। মূলত এই নাটকের শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। ‘বাবু খাইছো’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দেন মীর মারুফ, সুর করেন মীর মারুফের ভাই মীর মাসুম।
এদিকে, এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন। আর এটি নিয়েই তৈরি হয় জটিলতা।