মামুনুল হককে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে : এসপি
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ছয় মামলায় জিজ্ঞাসাবাদে জঙ্গিবাদসহ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। আজ রোববার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলা, হরতালে নাশকতা, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ভাঙচুর, যুবলীগ নেতার বাড়ি ঘরে হামলা, বিপুল পরিমাণ অর্থ-সম্পদ ও হরতালের নাশকতাসহ ছয় মামলায় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশকে এ তথ্য দিয়েছেন মামুনুল হক।
এসপি জায়েদুল আলম বলেন, ‘মামুনুল হকের স্থাবর ও অস্থাবর সম্পদের ব্যাপারে যাচাই-বাছাই করা হচ্ছে। ঢাকায় তাঁর একাধিক বাড়ি, একাধিক মাদ্রাসা। মাদ্রাসায় প্রত্যেক মাসে বিভিন্ন নামে-বেনামে প্রচুর পরিমাণ টাকা আসে। সেই টাকা আইনগতভাবে ব্যবহার করা হয় না, নিজস্ব প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। ঢাকার বাড়ির সম্পদের ব্যাপারে পুলিশের কাছে সঠিক উত্তর দিতে পারেননি মামুনুল হক।’
এসপি আরও বলেন, ‘দেশি ও বিদেশি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন মামুনুল হক। এ বিষয়টি পুলিশের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।’
জায়েদুল আলম জানান, দেশীয় ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে মামুনুল হকের। রাজনৈতিক সুবিধা, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মূল টার্গেট ছিল হেফাজতের এই নেতার।
সোনারগাঁও রয়েল রিসোর্ট ভাঙচুর, যুবলীগ নেতার বাড়িঘরে হামলা, সিদ্ধিরগঞ্জে হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সর্বশেষ মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলাসহ সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে ছয়টি মামলায় গতকাল ১৮ দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালত মামুনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।