মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে বাংলাদেশ চলে না : শিল্প প্রতিমন্ত্রী
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আমাদের দেশে কোথাকার মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে বাংলাদেশ চলে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে। অসাংবিধানিকভাবে কোনো সরকার এদেশে আর আসবে না।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামে নিজের বাড়িতে মা-বাবার কবর জিয়ারত ও ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চিনিকলগুলোর অধিকাংশই যন্ত্রপাতি পুরাতন। তাই উৎপাদন ব্যয় অনেক বেশি। চিনিকলগুলো আধুনিকায়ন করা হলে উৎপাদন ব্যয় কমবে।’
শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে কালো আইন করেছে। জিয়াউর রহমান বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছেন। আগামীতে যারা নির্বাচনে আসবে না তারা গোল্লায় যাবে। বছরে ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া সারা বিশ্বের বিরল ঘটনা। পৃথিবীর কোনো দেশে এতো ভর্তুকি দেওয়ার উদাহরণ নেই।’
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন—মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।