মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ঢাকায়
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় এসে পৌঁছেছেন। আজ মঙ্গলবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার বিকেলে এক পোস্টের মাধ্যমে পিটার ডি হাসের ঢাকায় আগমনের তথ্য জানানো হয়।
বিদায়ী রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন পিটার ডি হাস। ২০১৮ সালের নভেম্বর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন আর্ল মিলার।
গত বছরের ১৮ ডিসেম্বর কণ্ঠভোটে মার্কিন সিনেট পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দেয়।
ঢাকায় নিযুক্ত হওয়ার আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা পিটার ডি হাস।