মার্চে সড়কে ঝরল ৫১৩ প্রাণ : আরএসএফ
সারা দেশে গত মার্চে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত এবং আহত হয়েছেন ৫৯৮ জন। এর মধ্যে ৭৮ জন নারী ও ৬৩ জন শিশু রয়েছে।
আজ সোমবার রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
সবচেয়ে বেশি ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৭ জন, যা মোট নিহতের ২৮.৬৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩.৭৪ শতাংশ। দুর্ঘটনায় ১৩৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৬.৫১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮২ জন, অর্থাৎ ১৫.৯৮ শতাংশ।
এ সময়ে দুটি নৌ-দুর্ঘটনায় দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। ১৫টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
যানবাহন ভিত্তিক যাত্রী/চালক নিহতের চিত্র
দুর্ঘটনায় মোট নিহতের যানবাহন ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৪৭ জন (২৮.৬৫ ভাগ), বাসযাত্রী ৩০ জন (৫.৮৪ ভাগ), ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি যাত্রী ৫১ জন (৯.৯৪ ভাগ), মাইক্রোবাস-প্রাইভেটকার যাত্রী ৫০ জন (৯.৭৪ ভাগ), থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-ইজিবাইক-অটোরিকশা-অটোভ্যান-টেম্পু-মিশুক) ৮১ জন (১৫.৭৪ ভাগ), নসিমন-ভটভটি-মাহিন্দ্র-লাটাহাম্বা ও বাইসাইকেল আরোহী ১৮ জন (৩.৫০ ভাগ) নিহত হয়েছে।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭২টি (৪২.০৫ ভাগ) জাতীয় মহাসড়কে, ১১৬টি (২৮.৩৬ ভাগ) আঞ্চলিক সড়কে, ৭৩টি (১৭.৮৪ ভাগ) গ্রামীণ সড়কে, ৩৬টি (৮.৮০ ভাগ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১২টি (২.৯৩ ভাগ) সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার ধরন
দুর্ঘটনাসমূহের ৯১টি (২২.২৪ ভাগ) মুখোমুখি সংঘর্ষ, ১৪২টি (৩৪.৭১ ভাগ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৩৪টি (৩২.৭৬ ভাগ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ২৯টি (৭.০৯ ভাগ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৩টি (৩.১৭ ভাগ) অন্যান্য কারণে ঘটেছে।
দুর্ঘটনায় সম্পৃক্ত/দায়ী যানবাহন
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ ২৭.৫৪ শতাংশ, ট্রাক্টর-ট্রলি-লরি ৬.১৩ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার ৪.০৪ শতাংশ, যাত্রীবাহী বাস ১১.০৭ শতাংশ, মোটরসাইকেল ২১.৫৫ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা-টেম্পু-মিশুক) ১৭.৫১ শতাংশ, নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-বাইসাইকেল-প্যাডেল রিকশা ৮.৯৮ শতাংশ এবং অন্যান্য (মাটিকাটা ট্রাক্টর-ড্রাম ট্রাক-লাটাহাম্বা-তেলবাহী লরি-পাওয়ারটিলার-কন্টেইনার-কোস্টার-ঠেসার) ৩.৫৯ শতাংশ।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ
সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪.৬৪ ভাগ, সকালে ৩৩ ভাগ, দুপুরে ১৭.৬০ ভাগ, বিকেলে ২০.৫৩ ভাগ, সন্ধ্যায় ৪.৮৮ ভাগ এবং রাতে ১৯.৩১ ভাগ।
দুর্ঘটনার জেলা ও বিভাগওয়ারী পরিসংখ্যান
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানী ঘটেছে। ১১৯টি দুর্ঘটনায় নিহত ১৩৬ জন। সবচেয়ে কম বরিশাল বিভাগে। ২১টি দুর্ঘটনায় নিহত ২৬ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত। সবচেয়ে কম বাগেরহাট জেলায়। একটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।