মালিকপক্ষ না থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে : ফায়ার সার্ভিস
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে উল্লেখ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ‘অগ্নিকাণ্ডের পর থেকে মালিকপক্ষের কাউকে পাচ্ছি না। মালিকপক্ষের কাউকে পেলে আমরা জানতে পারতাম, কোন কনটেইনারে কী আছে। এটা আমাদের জানা নেই। এজন্য উদ্ধার কাজে আমাদের বেগ পেতে হচ্ছে।’
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বিএম কনটেইনার ডিপো পরিদর্শনে গিয়ে আজ রোববার সকালে এ কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন আরও বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পর রাত থেকে আমরা এখানে কাজ করছি। লাশের সংখ্যা আরও বাড়তে পারে।’
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আমরা এখনও ভেতরে পুরোপুরি যেতে পারছি না। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার সেকশনের বিশেষ টিম কাজ করছে। কনটেইনারগুলোতে যেহেতু কেমিক্যাল রয়েছে, সেজন্য ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২০ সদস্যের হ্যাজম্যাট টিম আনা হচ্ছে। তারা বিদেশ থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।’
ফায়ার সার্ভিসের মধ্যে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আমি মাত্র ১০ দিন আগে এখানে দায়িত্ব নিয়েছি। এ রকম একটি ঘটনায় আমি খুবই মর্মাহত।’
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য নিহত হয়েছেন জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘আমার পাঁচ সহকর্মী নিহত হয়েছেন। আরও ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন সিএমএইচ-এ ভর্তি। বাকি ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে, আমরা আয়ত্তের মধ্যে রাখতে পেরেছি। এখনও বিস্ফোরণ হচ্ছে, যার জন্য সময় নিচ্ছি। কাছে যেতে পারছি না। আগুন নিয়ন্ত্রণে ফোমও ব্যবহার করেছি। কিন্তু, কাজ হচ্ছে না। এ ছাড়া এখন পর্যন্ত কতজন নিখোঁজ, তার কোনো তথ্য বা ধারণা আমার কাছে নেই।’
আগুন লাগার কারণ এখনও বলা যাচ্ছে না উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘এ ঘটনায় গঠিত কমিটি তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে। এখন পর্যন্ত চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ির মোট ২৫টি ইউনিট কাজ করছে। সেনাবাহিনীর সদস্যেরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।’