মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি এবি পার্টির
আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগী রোজাদারদের মধ্যে মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।
আগামীকাল শুক্রবার প্রথম রমজান থেকে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে বিকেল সাড়ে ৫ টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ। এতে সভাপতিত্ব করবেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আর্থিক অনটনে থাকা এক হাজার রোজাদারদের মধ্যে রান্না করা উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছি। যারা কষ্টে আছেন তারা বিনা সংকোচে প্রতিদিন বিকেলে আমাদের অফিসে চলে আসবেন। আমাদের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক দাওয়াত। আমরা সুশৃঙ্খলভাবে তাদেরকে ইফতার পরিবেশনের চেষ্টা করব ইনশা আল্লাহ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সবাই যদি অনাহারি ও সামর্থহীন দেশবাসী ও স্বজনদের পাশে দাঁড়াই, তাহলে ক্ষুধার কষ্ট লাঘবে তা কিছুটা হলেও সহায়ক হবে। আমাদের আহ্বান থাকবে—প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামর্থানুযায়ী নিজেরা এরকম উদ্যোগ নিন।’ এসময় অর্থ, ইফতার উপকরণ কিংবা স্বেচ্ছাশ্রম দিয়ে সামর্থ্য অনুযায়ী এই আয়োজনের সঙ্গে থাকারও আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এই উদ্যোগে স্বেচ্ছাশ্রম বা আর্থিক ও উপকরণগত সাহায্য করতে আগ্রহীদের এবি পার্টির দাপ্তরিক কর্মকর্তা আবু বকর সিদ্দিকের (+৮৮০ ১৮ ২৫৬৫ ১২৩৫) সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।