মায়ের বয়স্কভাতার কার্ড আনতে গিয়ে প্রাণ গেল ছেলের
মায়ের বয়স্কভাতার কার্ড আনতে গিয়ে ট্রাকচাপায় ছেলে আমজাদ হোসেনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘ আজ দুপুরে ভ্যানে করে আমজাদ তাঁর মাকে নিয়ে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়স্কভাতার কার্ড আনতে যাচ্ছিলেন। ভ্যানটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটিবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমজাদ হোসেন নিহত হন।’
কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি শাহজাহান আলী।